জনশুমারি : রাজবাড়ী জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাড়ে ২৫ হাজার বেশি

- Update Time : ১১:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৩২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্যে রাখেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম। পরে উন্মুক্ত আলোচনা করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, রাজবাড়ী জেলা ৫টি উপজেলা, ৩টি পৌরসভা, ৪২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ জেলায় ১১ লক্ষ ৮৯ হাজার ৮১৮ জন জনসংখ্যা। এরমধ্যে পুরুষ ৫লক্ষ ৮২ হাজার ১২৩জন, নারী ৬ লক্ষ ৭৬ হাজার ২০জন, হিজড়া ৭৫ জন রয়েছে। জেলায় পুরুষের চেয়ে নারী ২৫ হাজার ৪৯৭ জন বেশি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়