অঙ্ক দৌড় দেশ সেরা রাজবাড়ীর জামী, পদক দিলেন প্রধানমন্ত্রী
- Update Time : ১০:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগিতার অঙ্ক দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে, রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সৈয়দ সাকিব জামী। জামীর হাতে পদক তুলেন প্রধানমন্ত্রী।
জামী রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের সৈয়দ আলী ইকবালের ছেলে। তার মা শাপলা খাতুন রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এদিকে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুনকক্স জানিয়েছেন, অত্যন্ত চৌকস, মেধাবী এবং শিষ্টাচারসম্পন্ন সদা হাস্যোজ্জ্বল একটি ছাত্র আমার সৈয়দ সাকিব জামি। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগের মর্যাদা সে রাখতে পারবে। এরাই হবে স্মার্ট বাংলাদেশের যোগ্য ধারক,বাহক।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে। সুষম-জনকল্যাণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে।’
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়