শপথ নিলেন সনি, এমপি কাজী কেরামত আলীর অভিনন্দন

- Update Time : ১১:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ২৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বগুড়া জেলার ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহম্মদ আসিফ ইকবাল সনি শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (২৫ জুন) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শপথ করানো হয়। শপথবাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবির।
শপথ গ্রহণের পর সনিকে অভিনন্দন জানিয়েছেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জানাগেছে, আজ ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ও ৪র্থ পযার্য়ের নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য, গত ৫ জুন বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন আসিফ ইকবাল সনি। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি টি আই এম নুরুন্নবী তারিক পান ৩৪ হাজার ৩শত ৬২ জন। সনি এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা, দৈনিক একুশের কথার প্রকাশক ও সম্পাদক, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীর স্বামী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়