কালুখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

- Update Time : ১০:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যৌতুকের টাকা না দেয়ায় রাজবাড়ীর কালুখালীতে ইট দিয়ে মাথায় আঘাত করে রাশেদা বেগম নামে ৩ সন্তানের জননী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ আব্দুল মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সিনিয়র দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন এই রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল মন্ডল আদালতে হাজির ছিলেন। আব্দুল মন্ডল জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের রুহুল আমিন ওরফে নুরুল মন্ডলের ছেলে।
জানাগেছে, বিদেশে যাবার লক্ষে যৌতুকের টাকার জন্য স্ত্রী রাশেদা বেগমকে চাপ দিতে থাকে আব্দুল মন্ডল। ২০২৩ সালের ৬ জুন রাতে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে ৩ সন্তানের জননী রাশেদা বেগমকে হত্যা করে আব্দুল মন্ডল। এ ঘটনার পর দিন রাশেদার বড় বোন আসমা বেগম বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করে।
রাজবাড়ীর আদালতে পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ উজির আলী শেখ বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই এই রায় প্রাদন করেছে আদালত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়