রাজবাড়ীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- Update Time : ১১:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ৪৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার সিংড়া-নিজাতপুর বাজার এলাকায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শহিদুল মাঝি (২০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামের নুরাল মাঝির ছেলে ও সিংড়া নিজাতপুর বাজারের ব্যবসায়ী।
শুক্রবার দুপুর দেড় টার দিকে সদর উপজেলার দাদশী বাজারের নিকট মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে ৩ জন আরোহী বাজার থেকে যাওয়ার সময় দাদশী বাজারে নিকট পৌছালে মোড়ের উপর নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শহিদুল মাঝি মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতে খারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়