পাংশায় সাপ নিয়ে হাসপাতালে এলো কৃষক মধু বিশ্বাস

- Update Time : ১১:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ৩১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে মধু বিশ^াস (৫০) নামে এক কৃষক রাসেল ভাইপারের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ^াসের ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে ক্ষেত থেকে বাদাম তুলতে গিয়ে রাসেল ভাইপারে কামড় দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ^াস বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় বাদাম ক্ষেত থেকে তোলার সময় রাসেল ভাইপারে কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেল ভাইপার বলে সনাক্ত করেন।
পাংশা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ এনামুল হক বলেন, রাসেল ভাইপারে কামড়ে এক কৃষক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সম্পুর্ণ সুস্থ্য আছেন। তাকে সার্বক্ষনিক নিবিড় পরির্যায় রাখা হয়েছে।
এদিকে, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গবেষক ড. নিম হাকিম সতর্ক বার্তা জানিয়েছেন। তিনি বলেন, রাসেল ভাইপার সাপের কামড় ও বংশবৃদ্ধি রুখতে গুইসাপ, বেজি, ভুতুম পেচা, ঈগল, ঘড়িয়াল, নির্বিষ দাড়াস ও সায়ানি সাপ এবং সংকেত দান ও সতর্কবার্তা দেয়া পাখি কালোফেচো ও শালিকের জীবন রক্ষা ও বংশবৃদ্ধির সুযোগ করে দেয়া খুবই জরুরি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়