দাদশী ইউপি চেয়ারম্যানের হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

- Update Time : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ৪০৭ Time View

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5375; AI_Scene: (-1, -1); aec_lux: 456.72974; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের দুই পক্ষের মারপিটের ঘটনায় দাদশী ইউনয়ন পরিষদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহনীর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে আকবর খানের পরিবার।
বুধবার বিকালে জেলা শহরের সেগুন বাগিচা নিজ বাসভবনে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে এ সাংবাদিক সম্মলেন করে নির্যাতিত পরিবারের সদস্যরা।
সাংবাদিক সম্মেলনে আকবর খানের ছোট ভাইয়ের স্ত্রী মৌসুমী আক্তার বলেন, আমি গতকাল নিজাতপুর গ্রামের বাড়ি থেকে রাজবাড়ীতে আসার সময় পথে আমার গাড়ি আটকিয়ে ভাংচুর করে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। এখন আমরা রাস্তায় বের হতে পারছিনা, বাড়িতে যেতে পারছিনা। বাড়ির সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।
এ সময় সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন আকবর খানের কন্যা সুরাইয়া বিনতে আকবর, ছোট ভাইয়ের স্ত্রী মৌসুমী আক্তার।
এ সময় সুরাইয়া বিনতে আকবর বলেন, গত তিন দিন আগের সিংগা বাজারে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বাবাকে ফোন করে ডেকে নেয়। ঐ রাতে আমার বাবা সেখানে গিয়ে মোনোমালিন্যের বিষয়টি সমাধান করার জন্য যায়। যাওয়ার পর দেলোয়ার চেয়ারম্যানের ছোট ভাই কথাবার্তা বলার এক পর্যায়ে কিছু বোঝার আগেই আমার বাবা আকবর খানকে বড় ছুড়ি দিয়ে আঘাত করে। সে সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজুসহ বেশ কয়েক জন দেলোয়ার চেয়ারম্যানের ভাইকে রোধ করে।
এ সময় আমার বাবাকে সেখান থেকে লোকজন সরিয়ে দেয়। পরে দুই পক্ষ মারপিট করলে আমার চাচা লুৎফর খান, তার দুই ছেলে শাহরুখ খান ও শাওন খান সহ তিনজন মারাত্বক ভাবে জখম হয়। বর্তমানে তারা সবাই গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। গতকাল আমার ছোট চাচী রাজবাড়ীতে আামাদের প্রাইভেটকার গাড়িটি নিয়ে রাজবাড়ীর বাসায় আসার সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী গাড়ি আটকিয়ে গাড়ি ভাংচূর করে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাসার কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। সবসময় আতঙ্কের মধ্যে বসবাস করছি। আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়