রাজবাড়ীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সভা অনুষ্ঠিত

- Update Time : ০৪:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- / ২৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রাজবাড়ী জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স রাজবাড়ীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। বিশেষ অতিথি ছিলেন, আরএনটি (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এসএম প্রসুনুজ্জামান খান রিজু, রাজবাড়ী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন তুষার প্রমুখ।
উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ রবিউল আওয়াল রাজু, অতিরিক্ত সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী সোহাগ, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আসিফ খান, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন, সিরাজুল ইসলাম, খায়রুল আলম, সজিবুদৌল্লা, মিজানুর রহমান আনিক, মোঃ আলামিন, মোঃ সাহাবুদ্দিন মন্ডল, অমিত বিশ্বাস, মোঃ মুতাচ্ছিম ফুয়াদসহ অন্যান্যরা।
সভায় জেলার সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে এক যোগে কাজ করা। কর্মক্ষেত্রের সমস্যা দূর করা, সদ্য পাস করা শিক্ষার্থীদের বেকার সমস্যা দূর করাসহ সদস্যদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়