রাজবাড়ীতে মহাসড়ক ও হাইওয়ের থানার সামনে দিয়েই চলছে অবৈধ যান
- Update Time : ০৯:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৬৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ তিন চাকার যান মাহেন্দ্রার দৌরাত্ব। ঈদ উপলক্ষে এ অবৈধ যানের দৌরাত্ব বেড়েছে আরও বেশি।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট, ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থানসহ হাইওয়ে থানা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে ঈদে স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুন। সে সুযোগে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে দ্রুত গতির মাহেন্দ্রা ও অটোরিক্সা। সড়কে দ্বায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাইওয়ে থানার সামনে দিয়ে কোন বাঁধা বিপত্তি ছাড়া যাত্রী নিয়ে চলাচল করছে এই তিন চাকার অবৈধ যান।
জানাগেছে, মহাসড়কে চলাচলের কোন অনুমোতি নাই মাহেন্দ্রা বা অটোরিক্মার। তবে তারা মহাসড়ক ব্যাতিত আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করতে পারবে। কিন্তু যাত্রী পরিবহনের সুবিধা ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্যই আঞ্চলিক সড়কে না চলে মহাসড়ক দিয়ে চলাচল করছে।
যাত্রী হায়দার আলী, ইলিয়াছ মোল্লা, কামরুন নাহারসহ বেশ কয়েকজন বলেন, এখন যাত্রীর চাপ যেমন বেশি, তেমনি ভাড়াও বেশি। তাছাড়া বাসে সিট পাওয়া কষ্টকর এবং অল্প দুরত্ব হলে বাসে নেয় না। সেক্ষেত্রে বিকল্প বাহন হিসাবে তাদের মাহেন্দ্রা ও অটোরিক্মায় করে যেতে হচ্ছে। আর এখন ভাড়াও অন্যান্য সময়ের চেয়ে বেশি নিচ্ছে। মাহেন্দ্রা অনেক দ্রুতগতিতে চলে। তারপরও উপায় না পেয়ে ঝুকি হলেও মাহেন্দ্রায় যাচ্ছেন।
নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন মাহেন্দ্রা চালক বলেন, ঈদ উপলক্ষে গাড়ির সংখ্যা বেড়েছে এবং বেশির ভাগ গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করছে। তারপরও অনেক সময় পুলিশের ভয়ে ভেতরের রাস্তা দিয়ে ঘুরে ফিরে যাচ্ছেন। তবে যাত্রীদের কারণে তাদের মহাসড়ক দিয়ে যেতে হয়। ভাড়া নিদ্দিষ্ট করে দেওয়ায় তারা নির্ধারিত ভাড়া নিচ্ছেন। সেটা অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি।
রাজবাড়ী জেলা ডিজেল চালিত ত্রিহুইলার মালিক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল জানান, তাদের মহাসড়কে পুলিশ উঠতে দেয় না। যে কারণে তারা পলায় পলায় চালাচ্ছেন। আজ দুপুরের দিকে পাংশায় একটি গাড়ি ধরে মামলা দিয়েছে পুলিশ। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বেড়ি বাঁধের রাস্তা দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে। এবার ঈদ উপলক্ষে যেভাবে যাত্রী পাওয়ার কথা ছিলো, সেভাবে পাচ্ছেন না।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, মহাসড়কে চলাচলরত থ্রিহুইলার গুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছেন এবং তারা যেন মহাসড়কে উঠতে না পারে, সে বিষয়ে কাজ করছেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল হালিম বলেন, মহাসড়কে চলাচলরত অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান করার পাশাপাশি মামলা দিচ্ছেন। এসব যানবাহনের মালিকদের সাথে মিটিং করে বলা হয়েছে মহাসড়ক ছেরে অন্য রোডে চলাচল করতে। আসলে গাড়ি তো অনেক। যা একদিনে উঠিয়ে দেওয়া সম্ভব না। তারপরও তারা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছেন।
রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, তিন চাকার যানবাহন যেন সড়কে না উঠতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও হয়তো পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। তবে জেলা পুলিশ তৎপর রয়েছে। দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুর ও রাজবাড়ীর পাংশা আসা-যাওয়ার জন্য উভয় পাশে যে বেড়ি বাঁধের রাস্তা রয়েছে, সে দিক দিয়ে তিন চাকার যান মাহেন্দ্রা চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়