রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় শহরের পরিচিত মুখ গোলাম মাওলা নিহত
- Update Time : ০৯:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ৪৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মোটরসাইকেলের ধাক্কায় রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি গ্রামের বাসিন্দা গোলাম মওলা (৮৫) নিহত হয়েছেন। তিনি পেশার টিউবওয়েল মিস্ত্রি হলেও জেলা শহরের অতিপরিচিত মুখ ছিলেন।
গোলাম মওলার ছেলে মারুফ হোসেন বলেন, আজ রবিবার সকাল ১০টার দিকে তার বাবা জেলা শহরের শ্রীপুর বাজার থেকে নিজ বাড়ীতে আসার পথে টিএন্ডটি অফিসের সামনে ব্যাটারী চালিত অটো রিকশা থেকে নামেন। ওই সময় তিনি রাজবাড়ী-ফরিদপুর সড়ক পার হবার চেষ্টা কালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেন। এতে তিনি গুরুত্বর আহত হন। তাকে ওই সময়ই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় দুপুর ২টার দিকে ইন্তেকাল করেছেন।
জানাগেছে, তিনি মৃত্যকালে ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। রাত সাড়ে ৯টায় নিজ বাড়ী সংলগ্ন এলাকায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়