নানা আয়োজনে রাজবাড়ীত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

- Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৪৬ Time View
ইমরান হোসেন মনিম, সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রাশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়েজনে ভূমি সেব সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: মোরশেদা খাতুন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দিন আহম্মেদ প্রমূখ।
এ সময় সাধারণ মানুষ যেন তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সেবা থেকে বঞ্চিত না হয় ও হয়রানির স্বীকার না হয় সেদিকে নজর দেওয়ার জন্য বলেন। সেবা গ্রহিতাদের যথাযথ সময়ে সেবা প্রদান করতে ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের আরো সহযোগীতা পরায়ন হওয়ার আহব্বান জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়