বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- Update Time : ০৭:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ৬৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত ২১ মে বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম, চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে হামলা, হাতুরী পেটাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলামের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের বাড়ীতে হামলা, সমর্থক সৈয়দ আলী আজমকে কুপিয়ে জখম, হাতুরী পেটা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, জীবন ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা থাকায় রবিবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়