বালিয়াকান্দির মাশালিয়ায় হামলা ও লুটপাটের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

- Update Time : ০৭:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ও অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি-ঘরে হামলা, লুটপাটসহ সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ঘটনা ঘটে। গত ২৮ মে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের জনৈক মহিলার মৌখিক আবেদনের প্রেক্ষিতে গত ১ জুন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা ও লিগ্যাল এইড সম্পাদক এ্যাডঃ রেহেনাজ পারভীন সালমা সংশ্লিষ্ট এলাকায় সরাসরি তদন্ত পূর্বক প্রকাশিত ঘটনার স্বপক্ষে ছবি সংগ্রহ করেন ও বক্তব্যাদি শোনেন। শোনা যায় প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন উত্তেজনা কমানোর উদ্যোগ নেন। কিন্তু তারপরেও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কথিত অভিযুক্ত দিপু বিশ্বাসের পরিবারের নারী ও শিশু সদস্য ও অন্যরা প্রানভয়ে ঘর বাড়ি ছেড়ে পালান। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ মানসিক ট্রমা এখনো বিরাজমান। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই নিরাপত্তাহীনতার অভাব আমরা উপলব্ধি করি।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরণের ঘটনার ক্রম অনুসারে আমাদের রাজবাড়ীতেও বিশেষ কোনো গোষ্ঠীর উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রবণতা দেখা দিয়েছে যা অনতিবিলম্বে দমনের জন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ আবশ্যক। রাজবাড়ীর অধিকাংশ মানুষ ধর্ম-বর্ন নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। রাজবাড়ী বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যেও সেই আন্তরিকতা থাকা স্বত্বেও এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই প্রেক্ষিতে তাদের দাবি – অপরাধীদের অনতিবিলম্বে বিচারে সোপর্দকরণ ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। রাজবাড়ী জেলার সর্বত্র সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে অধিকতর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। অনতিবিলম্বে ভুক্তভোগী পরিবার সমূহের বৈষয়িক ক্ষয়ক্ষতি পূরণের দাবি জানাই। অনতিবিলম্বে ভুক্তভোগী এবং এলাকার সংখ্যালঘু পরিবারদের নিরাপত্তাহীনতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্মারকলিপিতে প্রদান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, সাবেক সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, লিগ্যাল এইড সম্পাদক এ্যাডঃ রেহেনাজ পারভীন সালমা, শাশ^তী চক্রবর্তীসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়