মদাপুরের এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ
- Update Time : ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া গুফুরিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে কোরআন শরীফ গুলো তুলেদেন, খানগঞ্জের মানবতা ব্লাড ফাউন্ডেশন উপদেষ্টা, চর জৌকুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক রাবেয়া লিপি।
উপস্থিত ছিলেন, খানগঞ্জের মানবতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ, সদস্য আবু দাউদ সাইফুল্লাসহ অন্যান্য সদস্য ও কাটাবাড়ীয়া গুফুরিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষা ও শিক্ষার্থী।
এ ব্যাপারে ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক রাবেয়া লিপি জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে এতিম, বিধবা ও সুবিধা বঞ্চিত মানুষদের উন্নয়নের লক্ষে সেবামূলক কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সদর উপজেলা খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর আদীবাসি পল্লীতে একাধিক সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন। সেই সাথে খানগঞ্জের মানবতা ব্লাড ফাউন্ডেশন উপদেষ্টা হিসেবে বিভিন্ন এতিম ও অসহায় শিশুদের উন্নয়নে নিরলশ কাজ করে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়