বাণিবহ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

- Update Time : ১০:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ২৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া গ্রাম থেকে ১৫০ সিসি’র একটি পালসার মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দুই জন চোর এবং দুই জন ক্রেতা।
এ ঘটনায় মোটরসাইকেল মালিক ও সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া গ্রামের মৃত আহম্মেদ (আব্বাস আলী তালুকদার)-এর ছেলে আমির আহম্মেদ বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বলা হয়েছে, গত ২১ মে রাত ১০টার দিকে মোটরসাইকেলটি বাড়ীর গ্যারেজে রেখে ২০০ গজ দুরের বাণিবহ বাজারের বারেক মার্কেটে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন মোটরসাইলটি নেই। কতিপয় চোরেরা তা চুরি করে নিয়ে গেছে।
রাজবাড়ী থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, থানা পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দুই জন চোর এবং দুই জন ক্রেতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়