রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন – নওয়াব আলী, রাজু ও মিতা নির্বাচিত

- Update Time : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ২১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষনা করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার রবিউল আলম বলেন, রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস,এম নওয়াব আলী (আনারস) ৪৩ হাজার ১ শত ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল (দোয়াত কলম) ১৮ হাজার ৭শত ৯৯ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল আলম রাজু (গ্যাস সিলিন্ডার) ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক (মাইক) ৫ হাজার ৪০৬ ভোট, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গণেশ মিত্র (পালকি) ৮ হাজার ২১১ ভোট, জাকেরপার্টি কর্মী গ্রুপের মোঃ আব্দুল মান্নান মুসল্লী (চশমা) ১১ হাজার ১০১ ভোট, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছিন আরাফাত রামিম (তালা) ৭ হাজার ৩৭ ভোট, মোঃ মোহন মোল্যা (টিউবয়েল) ১ হাজার ১৪৪ ভোট, রায়হান চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব) ২ হাজার ৮৩৯ ভোট, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রাশেদুল হক (বই) ১ হাজার ২৮৫ ভোট, শাহিন মোল্যা (উড়োজাহাজ) ৩ হাজার ৫১৩ ভোট, সাবেক ছাত্রলীগ নেতা হরিপদ সরকার রানা (টিয়া পাখি) ৬৪৫ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার (ফুটবল) ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম (বৈদ্যুতিক পাখা) ৫ হাজার ৫৫৫ ভোট, মোছাঃ চম্পা খাতুন (প্রজাপতি) ৩ হাজার ৯৩২ ভোট, মোছাঃ মর্জিনা খাতুন ( সেলাই মেশিন) ১৩ হাজার ২৩৩ ভোট, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মহিলা দলের আহবায়ক শাহিনুর আক্তার (হাঁস) ৮ হাজার ৯৩১ ভোট, হামিদা বেগম (কলস) ১৩ হাজার ৮৮২ ভোট পান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়