গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন- মোস্তফা মুন্সি ও আসাদুজ্জামান ও আফরোজা রাব্বানী নির্বাচিত

- Update Time : ১২:০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৫৭ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
৬ষ্ঠ তম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হলেন আনারস প্রতিকের মোস্তফা মুন্সি এবং টিয়া পাখি নিয়ে ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাসহ সারাদেশে ১৫৬টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি আনারস প্রতিকে ২৯৭৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৯৬১৬।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো জয়ী হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী। তিনি টিয়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০০৫৯ এবং তার প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবিএম বাতেন পেয়েছেন ১০৫২৩ ভোট। আরেক প্রার্থী হুমায়ন কবীর পলাশ টিউবওয়েল প্রতিক নিয়ে ভোট পেয়েছে ৮৪২৩ ভোট।
উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানে পরিবর্তন এসেছে। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস প্রতিক নিয়ে আফরোজা রাব্বানী পেয়েছে ১৫৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছালেহা আক্তার বুলবুলি হাস প্রতিকে ভোট পেয়েছেন ১৪৬২১ ভোট। সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ৮৩০৪ ভোট।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের গোয়ালন্দ উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এদিকে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলা পরিষদ সভাকক্ষে ৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে রাত ৯টার দিকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা নির্বাচন অফিস মো.জসিমউদদীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়