রাজবাড়ীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
- Update Time : ১১:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং-সেবার ভিত্তি, প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২মে) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের কার্যালয়ে নার্সিং ইনস্টিটিউট ও জেলা সদর হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর আরতী রানী শীল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। এতে আরও বক্তব্য দেন সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আঁখী তাঁরা, আব্দুল্লাহ আল মামুন, জেলা পাবলিক হেলথ-এর সহকারী নার্স সেলিনা আক্তার।
আলোচনা সভার শেষে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের প্রধান ফলক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে আসে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়