রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটি’র সভা অনুষ্ঠিত

- Update Time : ১০:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সকল সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা ও সংশ্লিষ্ঠরা।
সভাসমূহে রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়