কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে টিটু, সুমন ও টুকটুকি’র বিজয়
- Update Time : ১১:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ২৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার শান্তিপূর্ন পরিবেশে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারী ফলাফল অনুসারে আলিউজ্জামান চৌধুরী টিটো পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আনারস প্রতীক নিয়ে সে ২১ হাজার ৫৮৩ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী এনায়েত হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৯৬৭ ভোট পেয়েছে। এছাড়া কাপপিরিচ প্রতীক নিয়ে এবিএম রোকনুজ্জামান ১৫৯ ও দোয়াত কলম নিয়ে মাসুদুর রহমান ১৫৫ ভোট পেয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মাহমুদ হাসান সুমন তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৪৮৪। কার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন শেখ টিউবয়েল প্রতীক নিয়ে ১১ হাজার ২০৭ ভোট পেয়েছে। এছাড়া টিয়াপাখি প্রতীক নিয়ে রেজাউল করিম ৫ হাজার ৫৩৮ ও মাইক প্রতীক নিয়ে মো: ফজলুল হক ২হাজার ৭শ ভোট পেয়েছে।
সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী শারমিন আক্তার টুকটুকি বিজয়ী হয়েছে। হাঁস প্রতীক নিয়ে সে ১৮ হাজার ৪৯২ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী শিল্পী আক্তার কলস প্রতীক নিয়ে ১০ হাজার ৯৮৭ ভোট পেয়েছে। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে ডলি পারভীন পেয়েছে ১০ হাজার ২৪২ ভোট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়