রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায়

- Update Time : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ৭১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীসহ সারাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি প্রার্থনার বিশেষ দুই রাকাত নামাজের আয়োজন করে রাজবাড়ী জেলা ইমাম কমিটি।
নামাজ পরিচালনা করেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া। এ সময় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকাায় অংশ নেয় শতশত ধর্মপ্রান মুসুল্লীরা।
নামাজে ইমামতি করেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ইলিয়াছ হোসেন মোল্লা।
জানাগেছে, তীব্র তাপদাহে পুরছে সারাদেশের মানুষসহ পশুপাখি, নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এই অবস্থা থেকে পরিত্রান পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামীন যেন এই এবাদত কবুল করে রহমতের বৃষ্টি দান করেন সেই প্রার্থনা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়