রাজবাড়ীতে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

- Update Time : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ৩৭ Time View

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 6031; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 216.06772; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6031; AI_Scene: (200, -1); aec_lux: 216.06772; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৌর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় মে দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।
এসময় রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব কাজী ইসমাইল, অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চলনা করেন আব্দুর রহমান মোল্লা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গনেশ মিত্র, নাহিদুল ইসলাম রাজুু, শাহীন শেখ প্রমূখ। এসময় অতিথিরা নির্মাণ শ্রমিক ও হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক সংগঠন গুলোকে ভবন নির্মান বাবদ আর্থিক সহযোগীতার দেওয়ার কথা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়