গোয়ালন্দে দূর্গম চর কুশাহাটায় চিকিৎসা সেবা
- Update Time : ১১:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম চর কুশাহাটা। এই চরে বসবাসরত হাজারে বাসিন্দা চিকিৎসা সেবা সহ বঞ্চিত মৌলিক অধিকার থেকে। প্রতিমাসের একটি দিনে চরের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিয়েছেন স্বাস্থ্য কর্মীদের একটি দল।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা এগারোটায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী সুবিধা বঞ্চিত চরবাসীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমের মধ্যে ছিলো ১৫ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে ইপিআই টিকা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য নির্দেশিকা প্রদান করা হয়।
পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মোশারফ হোসেন। সিএইচসিপি জায়েদুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডি মোঃ হারুন অর রশিদ। এ সময় প্যাথলজী সেবার পাশাপাশি গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য সহকারী মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফারসিম তারান্নুম হক এর দিক-নির্দেশনায় আমরা প্রতি মাসের ১৮-২০ তারিখে কুশাহাটায় ইপিআই টিকা কার্যক্রম পরিচালনা করি।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, আমরা চেষ্টা করছি সীমিত সামর্থ্যের মধ্যেই চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। সেখানে প্রতি মাসেই আমাদের ইপিআই কর্মীরা যায়। আজকেও তাদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে কিছু ঔষধ এবং স্যালাইনসহ তাদেরকে পাঠানো হয়েছে। এছাড়া মহিলাদের চিকিৎসা করানোর জন্য একটা ক্যাম্প করার উদ্দেশ্য রয়েছে বিশেষ করে ত্রিশোর্ধ মহিলাদের নিয়ে কিন্তু সেখানে কোন ভালো রুমের ব্যাবস্থা না থাকায় করা সম্ভব হচ্ছে না। তাদের নিয়ে আমার বেশ কিছু ভালো পরিকল্পনা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়