রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা নির্বাচনে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

- Update Time : ১০:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১০৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম : নির্বাচন ২১ মে। রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা নির্বাচনে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজবাড়ী সদর উপজেলা পষিদ নির্বাচন ২১ মে
নওয়াব আলী, পিয়াল, এ্যাডঃ মনিসহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন। ওই নিবাচনের গতকাল রবিবার ছিলো মনোনয়পত্র জমা দেবার শেষ দিন। এ দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানহ ২০ জন তাদের মনোয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদ প্রার্থী ৩ জন হলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বিএনপি নেতা এ্যাডঃ নেকবার হোসেন মনি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল। ১০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলো, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, গণেশ মিত্র, নাহিদুল আলম রাজু, মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লী, মোঃ ইয়াছির আরাফাত রামিম, মোঃ মোহন মোল্লা, মোঃ রায়হান চৌধুরী, মোঃ রাশেদুল হক, মোঃ শাহীন মোল্লা ও হরিপদ সরকার রানা এবং ৭জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলো, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কহিনুর বেগম, চম্পা খাতুন, মর্জিনা বেগম, লুৎফুন নাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার ও হামিদা বেগম।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।
বালিয়াকান্দি উপজেলা পষিদ নির্বাচন
আবুল কালাম আজাদসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। ওই নিবাচনের আজ রবিবার ছিলো মনোনয়পত্র জমা দেবার শেষ দিন। এ দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানহ ১২ জন তাদের মনোয়নপত্র দাখিল করেছেন।
২জন চেয়ারম্যান প্রার্থী হলো, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মোঃ এছানুল করিম। ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলো, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, মোঃ আবুল কালাম আজাদ, বদিউজ্জামান মোল্লা, মনিরুজ্জামান মনির, সোহেল মাহমুদ ভুইয়া ও সনজিৎ রায় এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সেলিম, খোদেজা বেগম ও মৌসুমী আক্তার।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন
বাবা ছেলেসহ ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। রবিবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত চেয়রম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা মুন্সি, তার ছেলে সেলিম মুন্সি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম খান, এবং গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের
প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের এবং ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, সাবেক ছাত্রলীগের উপজেলা সভাপতি এবিএম বাতেন, উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন কবির পলাশ
মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ছালেহা আক্তার বুলবুলি এবং মোছাঃ আফরোজা রাব্বানী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়