বন্ধুদের সাথে রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো সোহান

- Update Time : ১১:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১০১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকায় গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহান রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র।
মৃত সোহানের মামাতো ভাই পারভেজউল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকার পদ্মা নদীতে গোসল করতে যান সমবয়সী ৮ জন। তারা সেখানে গিয়ে আড্ডা দেয়ার পাশাপাশি ছবিও তোলেন। ওই সময় স্থানীয় আরো বেশি কিছু লোকজন গোসল করছিলো। এরই মাঝে হঠাৎ করেই খুজে পাওয়া যাচ্ছিলনা সোহানকে। তারা আশপাশসহ নদীর পানিতে তাকে খোজাখুশি শুরু করেন। এক পর্যায়ে নদীর পানির মধ্যে তার দেহ ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। ওই সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহানের দেহ পরীক্ষা-নিরিক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়