রাজবাড়ীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

- Update Time : ১১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ৫৪ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“প্রাণী সম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, জেলা প্রাণী সম্পদ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কহিনুর প্রমুখ।
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রানীদের ৫০ টি স্টল স্থান পায়। এসময় আটজন খামারিদের মধ্যে দুধ সংগ্রহকারী মেশিন বিতরণ করা হয়। সেই সাথে তিন জন সর্বাধিক প্রাণী সম্পদ তথ্য সুমারীর মাঝে পরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়