রাজবাড়ীর চন্দনীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

- Update Time : ১০:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে পুকুর থেকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে সিদ্দিক মিয়া (২৪) নামে একজন কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিদ্দিক সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং জেলার পাংশা সরকারি কলেজের ডিগ্রীতে পড়াশোনা করে।
সিদ্দিকের ভাগিনা আরিফ শেখ রাজবাড়ী বার্তা ডট কম জানিয়েছেন, বুধবার দুপুরে মাছ ধরার জন্য বাড়ীর অদূরে থাকা মঠপাড়া এলাকায় থাকা একটি পুকুরের পানি নিস্কাশনের কাজ শুরু করে তারা ৭/৮ জন। ওই পানি নিস্কাশনের কাজে ব্যবহার করা হচ্ছিন বিদ্যুৎ চালিত মটর। মটন চলাকালিন সেখানে যায় কলেজ ছাত্র সিদ্দিক। সে সময় হঠাৎ করেই সে চিৎকার দেয়। উপস্থিত অন্যরা দ্রুততার সাথে বৈদুতিক সংযোগ বিচ্ছিন্ন করলেও শেষ রক্ষা হয়নি। গুরুতর অবস্থায় ওই সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। তবে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিজ গ্রামে জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে মরদেহ দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়