আরএসসিএফ ঈদ আনন্দ, ৪০ শিশু পেলো নতুন জামা
- Update Time : ১০:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম আরএসসিএফ এর উদ্যোগে গত ৮ এপ্রিল ঈদ আনন্দ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার দাদাশী ইউনিয় পরিষদ কমপ্লেক্সে স্বপ্নজয়ী পাঠশালার ৪০ জন শিশু শিক্ষার্থীদেরকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়ার মাধ্যমে এই আয়োজন শুরু হয়। আরএসসিএফ এর সভাপতি রাকিবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ঈদ আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
আরএসসিএফ এর সাধারণ সম্পাদক সাদ আহমেদ সাদী, উপদেষ্টা ফারুক উদ্দীন, মুখপাত্র নিলয় সাহা নীল, সহ সভাপতি অনুছোয়া আপন, জান্নাতুল ফেরদৌস আঁখি, শাহ মা আরুসা, আহনাফ হাসান, মাহাদী হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক তুষার দাস, অর্থ সম্পাদক মোঃ তানভীর, সহযোগী সদস্য রাফিজা জেবিন, অনামিকা আজাদ,শাহারিয়ার হক অর্ক ও রিফাত মাহাতাব উদ্দীন উপস্থিত থেকে তারা স্বপ্নজয়ী পাঠশালার ৪০ জন শিশুর সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন। সমাজের মূল ধারার সাথে এই পিছিয়ে থাকা শিশুদেরকে একীভূত করার প্রয়াস নিয়ে কাজ করছে স্বপ্নজয়ী পাঠশালা।
স্বপ্নজয়ীর এসব শিশুদের ঈদকে আরেকটু রঙীন করে তুলতেই আরএসএস এর এবারের উদ্যোগ। স্বপ্নজয়ী পাঠশালার উদ্যোগক্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাগরিকা নাসরিন আরএসসিএফ এর এই উদ্যোগের জন্য আরএসসিএফকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড অব্যাহত রাখতে আহ্বান জানান। আরএসসিএফ রাজবাড়ী জেলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়