ব্রেকিং নিউজঃ
“আমরা সনাতনী যুবক”রাজবাড়ী’র উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানবতার সেবায় “আমরা সনাতনী যুবক”রাজবাড়ী’র উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় অস্থায়ীভাবে বসবাস করা বেদে সম্প্রদায়ের ৩০টি পরিবারের সদস্যদের মাঝে এই উপহার তুলে দেয়া হয়।
সে সময় উপস্থিত ছিলেন, “আমরা সনাতনী যুবক”রাজবাড়ী’র প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা, সমন্বয়ক রাজেস মন্ডল, সমর কর্মকার, সুমন দাস, রতন দাস, আকাশ দাস, অনিক দাস, সদস্য নিশান সাহা ও প্রশান সাহা প্রমুখ।
সে সময় চিনি আতপ চাল ২ কেজি, মুগ ডাল আধা কেজি, পোঁয়াজ আধা কেজি, চিনি আধা কেজি, তেল আধা লিটার, আলু এক কেজি, সেমাই আধা কেজি, দুধ এক প্যাকেট ও লবন আধা কেজি তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০