রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু
- Update Time : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ৫৮৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ভানু বেগম (৬৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের ভবানীপুরের রেল কলোনী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভানু রেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মৃত গফুর সরদারের স্ত্রী।
জানা গেছে, রবিবার সকাল ৭টা থেকে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাতের শাড়ি ও টাকা নিতে এক সঙ্গে কয়েক সহস্রাধিক হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে ৭/৮জন পদদলিত হন। যাদের মধ্যে ভানু বেগমও ছিলো। গুরুত্বর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক তাকে মৃত বলে ঘোষনা করেন। এর পর থেকেই ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করার প্রচেষ্টা চালায় পুলিশ।
রাজবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে সকাল ৮ টার দিকে তিনি ঘটনাস্থলে যান।গিয়ে দেখতে পান হাজারো মানুষের অবস্থান। আগতরা ওই বাড়ীর টিনের বেড়া পর্যন্ত ভেঙ্গে ফেলেছে। এদিকে দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল সাড়ে ৩টার দিকে তারা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরীর পাশাপাশি পরিচয় উদ্ঘাটন করা হয়।
এ ঘটনার পর যাকাত প্রদানকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন জানান, তারা সাড়ে ৩ হাজার মানুষের মাঝে যাকাতের শাড়ি ও টাকা বিতরণের উদ্যোগ নেন। যে কারণে তারা যাকাতের কাপড় ও টাকা বিতরণ করবেন তা লিখিত ভাবে আগেই থানা পুলিশকে অবহিত করা হয়েছিলা। তবে ঘটনা ঘটার পর সেখানে পুলিশ আসে।
বৃদ্ধার ছেলে আব্দুর রশিদ সরদার জানিয়েছেন, তারা ৫ভাই। তবে প্রায় সকলেই দরিদ্র। রবিবার ভোরে তার মা যাকাত গ্রহণের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। তবে দুপুরের পর তারা জানতে পারেন, তার মা আর বেঁচে নেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করা হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়