বালিয়াকান্দিতে পটকার বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ছাত্রের হাতের আঙ্গুল

- Update Time : ১০:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একসাথে অনেকগুলো পটকার বিস্ফোরণ ঘটাতে গিয়ে হাতের মধ্যে তা বিস্ফোরিত হয়ে যায়। এ ঘটনায় আহম্মদ উল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের হাতের আঙ্গুল উড়ে গেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার পাশের ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহের ছেলে।
রবিবার দুপুর দেড় টার দিকে মাদ্রাসার পাশে ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ইউনুছ আলী বলেন, রবিবার মাদ্রাসার ছুটির পর সে পাশের ভাড়াটিয়া বাড়ীতে এক সাথে কয়েকটি পটকা একত্রিত করে ফোটাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দু’টি আঙ্গুল উড়ে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখন ফরিদপুরে তার চিকিৎসা চলছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়