রাজবাড়ীর চন্দনীর সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

- Update Time : ১০:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ২৩ Time View

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারকে সহায়তা প্রদানের জন্য ভিজিএফ চাউল বিতরন করা হয়।
চন্দনী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১হাজার ৪৪টি দরিদ্র পরিবারের মধ্যে ১০কেজী করে চাল বিতরন করা হয়।
শনিবার সকাল ১০টায় চন্দনী ইউনিয়ন পরিষদে এ আয়োজন উদ্বোধন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
তিনি বলেন, আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোন ব্যক্তিকে না খেয়ে রাখবেন না। ভিজিডি ভিজিএফ সহ দেশে হতদরিদ্র পরিবারের মাঝে যত সহযোগিতা প্রধান মন্ত্রী করছেন অন্য কোন রাস্ট্র প্রধান কোন দিনও করেন নাই। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনাও আপনাদের অনেক ভালোবাসেন।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সহকারী প্রকল্প কর্মকর্তা বিজয় কুমার প্রামানিক, ট্যাগ অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেনদ্রনাথ সরকার, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রাহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুর রব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়