দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি ও খাদ্য সহায়তা বিতরণ
- Update Time : ১০:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ২১ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লি) অসহায় নারী ও পুরুষদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চেয়ারম্যান উত্তোরণ ফাউন্ডেশন হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
শনিবার (৬ মার্চ) বেলা এগারোটায় দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডল পাড়া ৫নং ওয়ার্ড জলিল মেম্বারের বাড়ীর সামনে মাঠে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
যৌনপল্লি ও আশপাশের এলাকার অসহায়-দুস্থ ১ হাজার ৭০০ জন নারী পুরুষের মধ্যে শাড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকাজ তত্ত্বাবধান করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ও সার্বিক সহযোগিতা করে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
খাদ্য সহায়তার মধ্যে ছিল এক কেজি চিনি, দুই প্যাকেট লাচ্ছি সেমাই, আটা দুই কেজি, এক কেজি পোলার চাল, এক কেজি মসুর ডাল।
এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ ঘাট থানার (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম, দৌলতদিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার জলিল সরদারসহ প্রিন্ট ও মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝুমুর বেগম বলেন, করোনার সময় যৌনকর্মীদের বিপদ আপদে সব সময় পাশে দাঁড়িয়েছেন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্যার ও উত্তরণ ফাউন্ডেশন। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে উত্তরন ফাউন্ডেশন। প্রতি ঈদের মতো এবারো শাড়ি এবং খাদ্য সহায়তা পাঠিয়েছেন ১৭০০ শত অসহায় নারী ও পুরুষদের জন্য।
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে মানবিক পুলিশ কার্যক্রমেরে অংশ হিসেবে পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৭০০ অসহায় নারী ও পুরুষের জন্য শাড়ি ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়