রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ৭৫ ল্যাপটপ বিতরণ
- Update Time : ১১:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ৪৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ‘হার পাওয়ার’ প্রজেক্টের মাধ্যমে রাজবাড়ীতে ৭৫জন প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫জন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে ৭৫টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ল্যাপটপ বিতরণ আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ও ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড এর আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কি চিন্তা করেন কিভাবে দেশের উন্নয়ন হয় তা শুধু তিনিই জানেন।নারীদের কিভাবে দেশের উন্নয়নে মুখ্য ভুমিকায় যুক্ত করা যায় তারই ধারাবাহিকতা আজ এই ল্যাপটপ বিতরন।
সম্মানিত অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১ আসনের এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
তিনি বলেন, রাজবাড়ী আজ থেকে নতুন করে ৭৫ জন নারী উদ্যোক্তা সৃষ্টি হলো। আমরা সকলে মিলে আগামীতে চেষ্টা করবো যাতে রাজবাড়ীতে শতভাগ উদ্যোক্তা সৃষ্টি হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান এই সকল উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগের সৃষ্টি করবেন। উপকারভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন উপহার পেয়ে অলস সময় পার না করে কাজ কর্মে সময় পার করতে হবে।
আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়