পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

- Update Time : ১০:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৩৩ Time View

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মনালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ এপ্রিল) বেলা তিনটায় দৌলতদিয়া বাসটার্মিনালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, আহলাদি পুর হাইওয়ে পুলিশের (ওসি) আব্দুল হালিম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, রাজবাড়ী জেলা মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা সড়ক সম্পাদক মো. শাহীন মিয়া, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন (১৭২৭) এর সভাপতি মো. শহিদ মোল্লা সহ দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তা, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পুলিশ, জেলা বাস মালিক সমিতি, থ্রি হুইলার সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী সাধারণ যাতে সুষ্ঠু ভাবে যাতায়াত করতে পারে এবং হয়রানির স্বীকার না হয় সে ব্যবস্থা করতে হবে। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পানি এবং ওয়াশরুমের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া ফেরি ১৩ থেকে ১৫ টা করা হয়েছে এবং এই রুটে ২০ টি লঞ্চ চলাচল করবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়