গোয়ালন্দে হাঁকডাকে মিলছে না তরমুজের ক্রেতা

- Update Time : ১০:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারে হাঁকডাকে ও মিলছে না তরমুজের ক্রেতা। দাম অর্ধেকে নেমে আসলেও ক্রেতার দেখা পাওয়া দূস্কর হয়ে দাড়িয়েছে বলে জানান অধিকাংশ ক্রেতা।
বৃহস্পতিবার (২৯ মার্চ) গোয়ালন্দ বাজারে এই চিত্র দেখা যায়। সারা দেশে তরমুজ বয়কটের প্রভাব গোয়ালন্দ বাজারে ও পরেছে। ইদ্রিস নামে একজন বিক্রেতাকে কাটা তরমুজ হাতে নিয়ে হাঁকডাক পারছে তরমুজ ২৫/৩০ টাকা কেজি দরে বিক্রির জন্য।
এসময় তার সাথে কথা বললে জানাযায়, তরমুজ খুব বেশিদিন বাজারে আসে না। এবার শুরু থেকে বাজারে ৬০/৮০ টাকা দরে বিক্রি শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাজারে দরপতন শুরু হয় এবং ক্রেতা সংকট শুরু হয়েছে। অথচ এই সময় তরমুজের দাম আরও বৃদ্ধি পাবার কথা।
ফকির পাড়া থেকে বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা আপছার ফকির বলেন, বাড়ি থেকে বাচ্চারা তরমুজ খেতে চাওয়ায় বাজারে তরমুজ কিনতে এসেছি। এসে দেখি তরমুজের দাম কেজিতে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাই ৫ কেজি ওজনের একটা তরমুজ কিনলাম।
দেওয়ানপাড়া থেকে আসা আর এক ক্রেতা রমজান বলেন, গত কয়েক দিন তরমুজের দাম অনেক বেশি ছিল। এখন কেজিতে দাম কম হওয়ায় ২৫ টাকা দরে ছয় কেজি ওজনের দুটি তরমুজ কিনেছি।
তরমুজ ব্যাবসায়ী শাজাহান শেখ বলেন, চাষীরা অধিক লাভের আশায় অপরিপক্ক তরমুজ বিক্রি করে ফলে এগুলো লাল হলেও স্বাদ কম হয়। একারণেই ক্রেতা কম তাছাড়া এক শ্রেণির ক্রেতা বাজারে আসছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিচ প্রতি বিক্রির নির্দেশ থাকলেও আপাতত বাজারে কেজি দরেই বিক্রি হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়