গোয়ালন্দে ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্টে পরিচালনা
- Update Time : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নে হাউলিকেউটিল এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে, ইটের ভাটায় বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র।
বুধবার (২৭শে মার্চ) দুপুরে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ-সময় গোয়ালন্দ ঘাট থানার এস আই মাছরুল আলম এবং পুলিশ সদস্যরা সহায়তা করে।
জানাযায়, দীর্ঘদিন দিন ধরে একটি মহল সুপরিকল্পিত ভাবে উপজেলার তেনাপচা ইউনিয়নের ছোট্ট ভাকলা এলাকায় তিন ফসলি জমির টপসয়েল বিক্রি করছে একটি মহল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
এ-সময় ঘটনাস্থলে থেকে একটি ভেকু মেশিন জব্দ ও মাটি বিক্রির সাথে জরিত ৬ জন ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। পরিবর্তীতে তাদেরকে উপজেলা প্রশাসন এর কার্যলয়ে নিয়ে, মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে মাটি বিক্রি না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোয়ালন্দ উপজেলা অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই অঞ্চলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ভেকু, তিনটি ট্রাকের চালক এবং মাটি কাটার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়। পরবর্তীতে আর্থিক জরিমানা ও মাটি না কাটার মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়