গোয়ালন্দে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- Update Time : ১১:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৮ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল,উন্নত ও নানা ধরনের উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের ঋন কখনো শোধ হবার নয়। তাদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা। তারা দেশের জন্য আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন এখন বিনিময়ে আমাদের দেওয়ার পালা। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা বৃদ্ধিসহ অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যাবস্থা করেছে। দরিদ্র পরিবারে বীর নিবাস করা সহ তাদের জন্য নানামুখি কর্মসূচী গ্রহণ করেছে।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সি বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা জাতীর বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা লাঞ্চ বক্স এবং উপহার বাক্স দিয়ে সম্মাননা জানিয়ে থাকি।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়