স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগ নতুন জামা পেয়ে আনন্দিত সরকারি শিশু পরিবারের এতিমরা

- Update Time : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৪৮ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগ ও সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর পৃষ্ঠপোশকতায় নতুন জামা পেয়েছে রাজবাড়ী সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দোয়া, ইফতার এবং নতুন জামা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বপ্নের রাজবাড়ী’র প্রতিষ্ঠা চেয়ারম্যান, দৈনিক একুশের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজিন ফাতেমা চৈতীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সমাজ সেবা অফিসার (রেজিঃ) রফিকুল ইসলাম, রাজবাড়ী সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালমা ইয়াসমিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুর নাহার সেন্ট্রি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।
পরে একে একে শিশুদের হাতে নতুন জামা তুলেদেন অতিথিরা। আর নতুন জামা পেয়ে আনন্দে মিষ্টি হাসি মাখা মুখ ভড়ে ওঠে তাদের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়