রাজবাড়ীতে আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠ – এমপি কাজী কেরামত আলী
- Update Time : ১১:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৩৭ Time View
ইমরান হোসেন মনিম, সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে স্বচ্ছা ও সুষ্ঠ। আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনও হবে স্বচ্ছ ও সুষ্ঠ। নির্বাচনে কোন দরনের ভোট কাটাকাটি হবে না সে নিশ্চয়তা দিওয়া হল।
সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেছেন।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সদর থানার সেকেন্ড অফিসার মো. সোহেল রানা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া প্রমুখ।
সভায় রাজবাড়ী সদর উপজেলায় নারী ও শিশু নির্যাতন ও সড়ক দুর্ঘটনা কমেছে। তবে টিনেজ বয়সী কিছু ছেলেরা রাস্তায় বে-পরোয়াভাবে মোটর সাইকেল চালানোর কারনে দুর্ঘটনার স্বীকার হচ্ছে বেশি। এতে একটি পরিবার নিঃস্ব হওয়ার সাথে জেলার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সড়কে এসব ছোট ছোট টিনেজ বয়সীদের লাইসেন্স বিহীন মোটরসাইকেল চলাচলে আইনশৃঙ্খলা বাহিনিকে দেখার অনুরোধ জানানো হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনে নজরদারী প্রয়োজন বলে জানান বক্তারা। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ আজ বাজারে গীয়ে নাভিশ্বাস উঠেছে। তা নিয়ন্ত্রনে প্রশাসনকে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। গরু চুড়ি রোধে পুলিশ প্রশাসন মাংস ব্যবসায়ীদের নিয়ে সদর থানায় মতবিনিময় সভা করেছেন। ব্যবসায়ীদের গরু ক্রয় করতে গরুর প্রমান পত্র রাখার কথা বলেন। এছাড়া রাত ১০ টার পর চুরি সহ বিভিন্ন সমস্যা রোধে বাজারের দোকান বন্ধ রাখার কথাও বলা হয়। আগামী উপজেলা নির্বাচন সন্নীকটে। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন।
ওই এমপি কাজী কেরামত আলী আরো বলেন, বেপরোয়াভাবে দিনের বেলায় মাটির ট্রাকের কারনে জনসাধারন চলাচলে সমস্যা ব্যাপক আকার ধারন করছে। নিয়ন্ত্রনহীন ভাবে মাটি কাটা রোধে প্রশাসনকে অবহিত করা হয়। তবে পৌরসভায় ইজিবাইক, রিক্সাসহ ছোট যানবাহন গুলো থেকে পৌর পার্কিং অবৈধ ভাবে বাড়ানো হয়েছে। তা কমিয়ে আনার কথা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়