বহরপুরের মাদকমুক্ত শান্তি মিশন গ্রামের ফের হোরোইনসহ এক ব্যক্তি আটক
- Update Time : ১০:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ২২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশন এলাকাকে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেছেন স্থানীয় বাসিন্দারা। যার অংশ হিসেবে এলাকায় মাদক সেবী ও মাদক কারবারীরা প্রবেশ করলেই ধরা পরছেন হাতে নাতে। এমনি ভাবে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারবীর নামাজ আদায়ের সময় একটি মোটরসাইকেলে দুই জর ব্যক্তি এসে স্থানীয় মোঃ তৈয়ব ফকিরকে এক পুরিয়া হেরোইন দিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা লক্ষ করে মোটরসাইকেল আরোহিদের আটকের চেষ্টা চালায়। তবে তারা মোটরসাইকেলটি রেপরোয়া গতিতে চালিয়ে সেখান থেকে সটকে পরে। যদিও ওই সময় হাতে নাতে এক পুরিয়া হেরোইনসহ তৈয়ব ফকিরকে তারা আটক করে। তৈয়ব পাশ^বর্তী চর বহরপুর গ্রামের সুজ্জাত আলী ফকিরের ছেলে।
শান্তিমিশন যুব সংঘের অন্যতম সদস্য মহিউদ্দিন খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদে তৈয়ব ফকির জানিয়েছেন ওই মোটরসাইকেলে স্থানীয় তেতুলিয়াগ্রামের দলিল উদ্দিনের ছেলে জাহিদুল ও মাস্ক পরিহিত অবস্থায় রানা নামে অপর একজন ছিলো।
স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবু তাহের মোল্লা জানান, বিষয়টি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াকান্দি থানার পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, কিছু দিন পূর্বে তারা হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে বালিয়াকান্দি থানার পুলিশে সোপর্দ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়