পাংশায় সৎ ছেলেকে বিষ প্রয়োগে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী’র যাবৎজীবন কারাদন্ড
- Update Time : ১০:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১৩২ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী গ্রামে চার বছরের সৎ শিশু ছেলেকে হত্যার দায়ে আকলিমা আক্তার নামে সৎ মা’কে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেছে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।
বুধবার দুপুরে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ আদালতের জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন ১৮৬০ এর প্যানালকোডের ৩০২ ধারায় এ রায় প্রদান করেন।
জানাগেছে, গত ২০১০ সালের ১০ আগস্ট তারিখে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী গ্রামের বাদী মোঃ হযরত আলী তার প্রথম স্ত্রী শারীরিক অসুস্থ্যতার কারনে দ্বিতীয় গিয়ে করেন। এর পর তার দুই স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হত। গত ১০ আগস্ট তারিখে স্বামী হযরত আলী গরু ব্যবসায়ের কাজে বাহিরে যান। তার প্রথম স্ত্রী ছোট চার বছরের ছেলে শিশু সন্তান রিপনকে বাড়িতে রেখে রেনু বেগম মাঠে গরুর ঘাস কাটতে যায়। বড় মেয়ে স্থানীয় একটি স্কুলে যায়। বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার ও তার প্রথম স্ত্রী ছেলে সুলতান রিপনকে রেখে যায়। এ দিন সকাল ১০ সাড়ে ১০ দশটার দিকে আকলিমা আক্তার শিশু সন্তান রিপনকে কীটনাশক বিষ মুখে প্রয়োগ করে। এসময় সে নিজেই চিৎকার শুরু করে। কিছুক্ষণ পরে স্থানীয় পাংশা উপজেলা হাসপাতালে নেওয়া হলে চেয়ে কিৎসক শিশুর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিক্যালে ভর্তি করার পর বিকেল সাড়ে তিনটার দিকে শিশু রিপনের মৃত্যু হয়।
পরে বিষ প্রয়োগে শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাংশা থানায় ২০১০ সালের ১২ আগস্ট তারিখে দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার’কে আসামী করে স্বামী মো. হযরত আলী মামলা দায়ের করে। এজাহারে শিশু রিপনকে বিষ প্রয়োগে হত্যার দায় স্বীকার করেন আকলিমা আক্তার। সাজা প্রাপ্ত আকলিমা আক্তারের একটি শিশু সন্তান রয়েছে।
এ মামলায় আজ রাজবাড়ী সিনিয়র দায়রা জজ আদালত এ মামলার বিচার পর্যালোচনা করে বুধবার দুপুরে আকলিমা আক্তারকে বিষ প্রয়োগে শিশু হত্যার অভিযোগে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন।
রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর উজির আলী বিশ্বাস জানান, দীর্ঘ বিচার বিশ্লেষন করে সিনিয়র দায়রা জজ আদালত বিষ প্রয়োগে শিশু হত্যা যে রায় দিয়েছে এতে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়