বালিয়াকান্দিতে বসতঘরের সামনে গাঁজা চাষ, গ্রেপ্তার ১
- Update Time : ১০:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ২২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতঘরের সামনে চাষ করা ১৭টি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার ভীমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফজলু শেখ (৪২) বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর (গোড়ারপাড়া) গ্রামের মো. সৈয়দ আলী শেখের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ভোরে গোপন খবরের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ভীমনগর গ্রামে অভিযান চালায় ডিবি। এসময় ফজলু শেখের বসতঘরের প্রবেশদ্বারের সামনে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরের সত্যতা মেলে।
ওসি জানান, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ফজলু শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘরের সামনে থেকে ৩ কেজি ওজনের ১৭টি ছোট-বড় কাঁচা গাজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সনজিব জোয়াদ্দার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান ওসি। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়