রাজবাড়ী সদর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, সকল প্রাইমারী স্কুলে ল্যাংগুয়েজ ও কালচারাল ক্লাব

- Update Time : ১০:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৩৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল আলমের সাথে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলার ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় নরসিংদী জেলার পলাশ উপজেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে করা নানা মুখি কর্মকান্ড পরিচালনার প্রামাণ্যচিত্র তুলে ধরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রথম উপাদান হলো স্মার্ট সিটিজেন। সেই স্মার্ট সিটিজেন গুলো এখন আপনাদের বিদ্যালয় রয়েছে। তাদেরকে গড়ে তুলতে হবে। প্রতিটি বিদ্যালয়ের কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী নিয়ে ল্যাংগুয়েজ ও কালচারাল ক্লাব গড়ে তুলতে হবে। শিশুরা যাতে প্রমিত বাংলা ও ইংরেজিতে সুন্দর ভাবে কথা বলতে পারে এবং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হবে। তিনি আরো বলেন, সদর উপজেলার ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে “স্মার্ট জিপিএস” নামে একটি ‘হটস্এ্যাপ’ গ্রুপ খোলা হবে। যে গ্রুপে বিদ্যালয় গুলো তাদের নিত্য দিনে সমাবেশ, স্কাউটস সহ কার্মকান্ড তুলে ধরবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়