কালুখালীতে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী নিহত, আহত ১

- Update Time : ১১:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা মোড়ে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যান আরোহী নিহত ও ভ্যানচালক আহত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) ভোর সাড়ে ছয় টায় এঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানা পুলিশ।
নিহত মো. হজরত আলী মন্ডল (৫৫) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাছেন মন্ডলের ছেলে ও আহত ভ্যান চালক, মোঃ বাপ্পি মল্লিক (১৬) স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে।
নিহতের ছেলে নয়ন আলী মন্ডল বলেন, আমার বাবা ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে পেঁয়াজ ভর্তি ধ্যান নিয়ে পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছালে উল্টো দিক থেকে ট্রাক এসে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একজন নিহত অবস্থায় পড়ে আছেন আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাক পানিতে পড়ে আছে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। এ বিষয়ে এখন কোন অভিযোগ পাইনি পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়