রাজবাড়ী জেলা আঃলীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ১০৪তম জন্মবার্ষিকী পালিত
- Update Time : ১০:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৬৪ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রেলপথ মন্ত্রী, রাজবাড়ী-২ আসনের এমপি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকেট কালোবাজারীর বড় সিন্ডিকেট রয়েছে। ইতোমধ্যেই ৩টি চক্রকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, বগির (কাচ) সংকট রয়েছে। পুরান বগি মেরামত করে আগামী ঈদের সময় পার করা হবে। তবে স্বল্প সময়ের মধ্যেই নতুন ৮শত বগি এবং কিছু ইঞ্জিন কেনা হবে। নতুন বগি এসে গেলেই পাকশী থেকে গোয়ালন্দ একটি শাটল ট্রেন চালু করা হবে। আগে যে ভাবে গোয়ালন্দে ট্রেন চলাচল করত। এখন একটি ট্রেন গোয়ালন্দে চলাচল করছে। আগে যেভাবে এ রুটে ট্রেন চলাচল করতো ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় আগামী কিছুদিনের মধ্যে এ রুটে শাটল ট্রেন চালু করা হবে বলে জানান তিনি। আগামী এক বছরের মধ্যে দেশে আটশত বগি আসবে। নতুন ইঞ্জিনও আনা হবে। রেলের আধুনিকায়নে নতুন প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে। অবহেলিত সূর্যনগর রেল স্টেশনের টেন্ডার হয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে। এখানে রেলের ক্যারেজ ওয়াগন মেরামত কারখানার করার জন্য ১ শ ৫ একর জমি অধিগ্রহণ চলমান রয়েছে। তবে এখানে ট্রেনের (বগি) কোচ তৈরীর কারখানা করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
রবিবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে সভাপতির বক্তৃতার সময় রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এসব কথা বলেন।
এ সময় আরো বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আলী, ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, জেলা ও উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগি সংগঠন সূমহের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়