দৌলতদিয়ায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করলো হামজা

- Update Time : ১০:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়লন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে প্রান কোম্পানির পন্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। এতে ট্রাকে থাকা চালক আহত হন। তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার বেলা ১ টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া ঘাটে এসে ট্রাকটি উদ্ধার করে। ট্রাকে চালক শাহিন শেখ বলেন, আমরা মানিকগন্জ এলাকা থেকে সকাল নয়টার সময় দৌলতদিয়া আসি পৌনে দশটায়। এমন সময় পল্টন নিচে থাকায় উপরে উঠার সময় গাড়ির ব্রেক ফেল করায় পল্টনের কনভেনশন পকেট দিয়ে গাড়ি সোজা নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন ও নৌপুলিশের সহায়তায় ট্রাকটি ট্রলার দিয়ে একপাশে এনে রাখা হয়েছিল।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি এস আই ফরিদ উদ্দিন বলেন, আমরা গতকাল খবর শুনেই ঘটনা স্থলে এসে খোঁজ খবর রাখছি। গতকাল ট্রাকের চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। ট্রাকটি উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ে যোগাযোগ করলে তারা সকালে এসে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের চালক এখন সুস্থ আছে এবং আমরা ঘটনাস্থলে সর্বক্ষণ রয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়