রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন

- Update Time : ১০:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু চত্বর থেকে জেলা প্রশাসক আবু কায়সার খানের নের্তৃত্বে শহেরে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়