রাজবাড়ীতে চাঁদা দাবীর অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

- Update Time : ১০:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ২৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে ভূয়া পরিচয়পত্র বানিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার দায়ে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী শহরের আনসার ক্যাম্প মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, নাজমুল হাসান মিন্টু পঞ্চম শ্রেণিতে উঠে আর পড়ালেখা করেনি। সে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমানের নামে ভূয়া পরিচয়পত্র বানিয়ে এ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, প্রতারণা ও চাকরি দেয়ার কথা বলে গ্রামের নারীদের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবী বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এভাবে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রতারনা, চাকরীর প্রলোভন, বিভন্ন ব্যাক্তি ও নারীদের কাছ থেকে চাকরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়