বালিয়াকান্দির শান্তি মিশনে ট্রেনিং অন ফায়ার সেফ্টি প্রটেকশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- Update Time : ১০:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ট্রেনিং অন ফায়ার সেফ্টি প্রটেকশন এন্ড প্রিভেনশন অফ হারবাল প্রডাক্ট কসমেটিক এন্ড মেডিসিন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাজবাড়ীর বহরপুরের শান্তি মিশনে ডাস-বাংলাদেশ টেনিং এন্ড রিসোর্স ডেভলপমেন্ট সেন্টারে দুই দিন ব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সহযোগিতায় ছিলো, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল।
বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, খাজা মাঈনুদ্দীন চিশতী (রহ:) জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু তাহের মোল্লা। প্রশিক্ষক ছিলেন, রাজবাড়ী ফায়ার ষ্টেশনের ফায়ার ফাইটার সাকিব আহম্মেদ ও নিম অর্গানিক লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার মোঃ কাউছার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়